ঢাকা , বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বৈদ্যুতিক খুঁটিতে আটকে গেলো চালক, ইঞ্জিন কেটে জীবিত উদ্ধার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-১২-২০২৪ ০১:২৩:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-১২-২০২৪ ০২:২৪:১৪ অপরাহ্ন
​বৈদ্যুতিক খুঁটিতে আটকে গেলো চালক, ইঞ্জিন কেটে জীবিত উদ্ধার ​সংবাদচিত্র : সংগৃহীত
ঘুমে আচ্ছন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকে গেলেও বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেলেন ট্রাকের চালক। ওই ট্রাকের ইঞ্জিন কেটে জীবিত উদ্ধার করা হয়েছে তাকে। 
সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার আশুরা এলাকায় ঘটেছে এমন ঘটনা। চালক আবু নাঈম (২৫) বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. বোরহান আলী জানান, মাল নামিয়ে খালি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৪-৯৫৬৮) নিয়ে বগুড়া ফিরছিলেন চালক আবু নাঈম। টাঙ্গাইলের মধুপুর বাসস্ট্যান্ড থেকে ১ কিমি অতিক্রম করে পৌর এলাকা প্রান্তিকে আশুরা নামক এলাকায় পৌঁছাতেই ঘুমে আচ্ছন্ন চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশের খাদে নেমে ট্রাক আটকে যায় বৈদ্যুতিক খুঁটিতে। স্টিয়ারিং ধরেই ইঞ্জিনের সঙ্গে আটকা পড়েন তিনি।
এমন অবস্থায় খবর পেয়ে ১ কিমি দূরের মধুপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স থেকে উদ্ধারকর্মীদের দুটি ইউনিট নিয়ে তিনি চালককে উদ্ধার করতে কাজ শুরু করেন। প্রায় পৌনে ১ ঘণ্টার চেষ্টায় ট্রাকের ইঞ্জিনের অংশ কেটে তাকে জীবিত উদ্ধার করেন তারা। তবে তার একটি পা ভাঙা অবস্থায় পাওয়া যায়।
তারা চালককে উদ্ধার করে তাদের বিভাগীয় অ্যাম্বুলেন্সযোগে মধুপুর সদর হাসপাতালে পাঠিয়ে দেন। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ