ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সাভারে বাসচাপায় প্রাইভেটকার চালকসহ নিহত ৩

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৮:৪০:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৮:৪০:০৭ অপরাহ্ন
​সাভারে বাসচাপায় প্রাইভেটকার চালকসহ নিহত ৩
ঢাকার সাভারের বলিয়ারপুরে প্রাইভেটকারের সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের আরও দুই যাত্রী। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের বলিয়ারপুর এলাকার ঢাকা মুখী লেনে এস, এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন, প্রাইভেট কারের চালক ও গাড়ির মালিক মজিবুর। আহতরা হলেন, শাহাবুদ্দিন ও আ. জলিল। শাহাবুদ্দিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সি লাইন নামক একটি দূরপাল্লার বাস ও প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উল্টে যায় প্রাইভেটকারটি। গাড়িতে থাকা ৫ জন ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। নিহত সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন ভাতিজার বিয়ের জন্য মেয়ে দেখে বাড়ি ফিরছিলেন তারা।
নিহত মজিবুর রহমানের ভাগিনা হাকীম বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিলেন তারা। এ সময় আরিচামুখী সি-লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস প্রাইভেটকারটিতে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান।”
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “প্রাইভেট কারটি উল্টো পথে যাচ্ছিলো। তখন ঢাকা মুখী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা কাজ করছি, একটু পরে বিস্তারিত জানাতে পারব।”
তিনি বলেন, “দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়েছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় নেওয়ার জন্য কাজ করছি।”

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ