আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-১২-২০২৪ ০৭:১২:২১ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৪ ০৭:১২:২১ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। নিজেদের সুবিধাজনক জায়গায় রাখতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তিনটি ম্যাচে জিততেই হতো। পরিকল্পনা মতো আইরিশদের গুঁড়িয়ে দিয়ে তিন ম্যাচই জিতেছে বাংলাদেশ। যদিও এখনও নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ নিশ্চিত হয়নি। আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যাবে তারা। ওই সিরিজের আগে আইরিশদের হারিয়ে নিজেদের কাজটা এগিয়ে রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সোমবার (২ ডিসেম্বর) সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করার স্বাদ নিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ১৮৫ রানের সংগ্রহ দাঁড় করায় সফরকারী দল। জবাবে শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক পিংকির জোড়া হাফ সেঞ্চুরিতে ৭৫ বল আগেই ৭ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। তাতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কীর্তি দেখালো বাংলাদেশ। এর আগে ২০২১ সালে বাংলাদেশ তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল।
১৮৬ রানের জবাবে খেলতে নেমে দলীয় ৯ রানেই ওপেনিং জুটি ভাঙে বাংলাদেশের। মুর্শিদা খাতুন ফেরেন ৮ রানে। দ্বিতীয় উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন শারমিন আক্তার ও ফারজানা হক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যা দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি। ১১ চারে ৮৮ বলে ৭২ করা শারমিন আউট হলে রেকর্ড এই জুটি ভাঙে। এরপর জয়ের কাছাকাছি গিয়ে দলীয় ১৬৫ রানে ওপেনার ফারজানাও আউট হন। ৯৯ বলে ৬ চারে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। বাকি পথটা অধিনায়ক নিগার সুলতানা (১৮) ও সোবহানা মোস্তারি (৭) মিলে পার করেছেন। বাংলাদেশ ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে।
আইরিশদের হোয়াইটওয়াশ করার নায়ক মূলত বাংলাদেশের দুই ব্যাটার ফারজানা ও শারমিন। ফারজানা টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করে ১৭২ রান তুলে সিরিজ সেরা হয়েছেন। এদিকে সোমবার ম্যাচজয়ী ৭২ রানের ইনিংস খেলে শারমিন হয়েছেন ম্যাচ সেরা। তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে শারমিনের রান ২১১।
আইরিশদের হোয়াটওয়াশ করে ওয়ানডে চ্যাম্পিয়নশিপে সাত নম্বরে উঠেছে বাংলাদেশ। ২১ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৯। এক পয়েন্ট বেশি নিয়ে ছয়ে থাকা নিউজিল্যান্ডের সবশেষ সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ছয় নম্বরে থাকতে হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ম্যাচ আছে তিনটি, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ জিতলেই ছয় নম্বরে উঠে যাবে বাংলদেশ। তবে নিরাপদ থাকতে চাইলে অন্তত দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই।
এর আগে ব্যাট করে আয়ারল্যান্ড অলআউট হয় ১৮৫ রানে। আয়ারল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক গাবি লুইস। বাংলাদেশের সুলতানা খাতুন ও নাহিদা আক্তার দুটি করে উইকেট নেন। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী ৫ ডিসেম্বর সিলেটে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স