ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৪ ০৬:৫৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৪ ০৭:৫৮:০৫ অপরাহ্ন
​মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের সতর্কবার্তা
মালয়েশিয়ায় প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশী কর্মী নিয়োগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা চালানো হচ্ছে। মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কম্পানির চাহিদাপত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে এ প্রতারণা চালানো হচ্ছে। সোমবার (২ ডিসেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় জানানো হয়।
এতে বলা হয়, মালয়েশিয়ার প্ল্যান্টেশন সেক্টরে বাংলাদেশী কর্মী নিয়োগে বাংলাদেশ হাইকমিশনে সত্যায়নের কার্যক্রম চলমান রয়েছে। মালয়েশিয়া সরকার প্ল্যান্টেশন সেক্টরে নির্বাচিত বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা ২০২৫ সালের ৩১ জানুয়ারি নির্ধারণ করেছে। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন থেকে চাহিদাপত্র সত্যায়নের শেষ তারিখ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষত হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে যে, বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তার স্বাক্ষর ও পদবি ব্যবহার করে বিভিন্ন কম্পানির চাহিদা পত্র সত্যায়নের জাল কপি প্রস্তুত করে শেয়ার করা হচ্ছে। সত্যায়নের এরূপ জাল কপি তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে প্রতারক চক্র সংশ্লিষ্ট সকলকে প্রতারিত ও বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে হাইকমিশন মনে করে। এমতাবস্থায়, কর্মী নিয়োগের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অধিকতর সতর্ক ও এ সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই-বাছাইয়ের জন্য হাইকমিশনের পক্ষ হতে বিজ্ঞপ্তির মাধ্যমে অনুরোধ জানানো হলো

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ