বরিশালে উপদেষ্টা সাখাওয়াত
নির্বাচন কবে সিদ্ধান্ত নেবে কমিশন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-১২-২০২৪ ০৪:২০:০১ অপরাহ্ন
আপডেট সময় :
০২-১২-২০২৪ ০৪:২০:০১ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের চেয়ে অসাম্প্রদায়িক দেশ উপমহাদেশে আর নেই। সম্প্রতি যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে ইসকনের সম্পর্ক নেই বলে নিজেরাই বলেছে। এমনকি হিন্দু ধর্মাবলম্বীরা বিষয়টি স্বীকার করেছেন। আর যারা এর পেছনে জড়িত তারা টের পেয়েছে তাদের সঙ্গে কেউ নেই। আগামীতে যাতে এ ধরনের কোনও ঘটনা না ঘটে, সেদিকে খেয়াল রাখা হবে।’
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেরিন একাডেমিতে ক্যাডেটদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সংস্কার ও নির্বাচন সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ‘ছয় থেকে সাতটি স্থানে সংস্কার চলছে, যা ডিসেম্বরে শেষ হবে। নির্বাচন নিয়ে কথা বলার সুযোগ উপদেষ্টাদের নেই। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তারা কবে নির্বাচন করবে। নতুন নির্বাচন কমিশনকে সংগঠিত হতে দিন। তারাই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে।’
ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। যে কারণে বাংলাদেশে মেরিন একাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের একাডেমিসমূহের মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছেন এবং উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, যা দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখছে।’
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স