ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

তোপের মুখে নূর-সুবর্ণা জুটি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-১২-২০২৪ ০১:৫৯:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০২-১২-২০২৪ ০১:৫৯:৩৬ অপরাহ্ন
তোপের মুখে নূর-সুবর্ণা জুটি ​ফাইল ফটো
একসময় টিভি নাটকের আলোচিত জুটি ছিলেন আসাদুজ্জামান নূর ও সুবর্ণা মুস্তাফা। নাটক-সিনেমায় সফল এ জুটির যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। চার যুগের ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটকে একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তারা। 
বিশেষ করে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোথাও কেউ নেই’-তে মোনা ও বাকের ভাই চরিত্র যেমন দর্শকদের রোমান্টিক জগতে ঘুরিয়ে এনেছিলেন, তেমনি আবার চোখের জলেও ভিজিয়েছিলেন। দু’জনেই পরবর্তীতে রাজনীতিতে নাম লেখান। দু’জনেই আওয়ামী লীগের সৈনিক। 
সুবর্ণা মুস্তাফা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। এদিকে ২০০১ সাল থেকে টানা পাঁচবার সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন নূর। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এ দুই অভিনয়শিল্পী তথা রাজনীতিবিদও পড়েন জনগণের রোষানলে।
গত ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আসাদুজ্জামান নূর। অন্যদিতে সুবর্ণা মুস্তাফা জেলের বাইরে থাকলেও, ছিলেন আড়ালে। তবে এ জুটির জীবনে যেন শনিবারেই লেগেছে শনির দশা। গত শনিবার (৩০ নভেম্বর) চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুবর্ণাকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। 
জানা গেছে, অভিনেত্রীর ব্যাপারে এনএসআই (জাতীয় গোয়েন্দা সংস্থা) থেকে পর্যবেক্ষণ আছে। সে কারণে তাঁকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না বলে পুলিশ জানায়। 
এদিকে একইদিন সুবর্ণার দীর্ঘদিনের অভিনয় জীবনের সহযোদ্ধা নূরও হামলার শিকার হন উত্তেজিত জনতার। কারাগারে অসুস্থ হয়ে পড়া নূরকে শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে গেলে তার ওপর এ হামলা হয়।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ