আন্দোলনে থেকেও মামলার আসামি, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-১২-২০২৪ ০৮:০৫:৩১ অপরাহ্ন
আপডেট সময় :
০১-১২-২০২৪ ০৮:০৫:৩১ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
ব্যাবসায়ী জাহিদুল ইসলাম স্বপন ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সক্রিয় সমর্থক। কিন্তু পটপরিবর্তনে তাকেই করা হয়েছে শিক্ষার্থী হত্যা মামলার আসামি। যদিও যাত্রাবাড়ী থানার ওই মামলার বাদী অভিযুক্তকে চেনেন না। এমনকি মামলায় কারা কারা আসামি হয়েছে সে ব্যাপারেও জানেন না কিছুই। এরই প্রতিবাদে শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, জাহিদুল ইসলাম স্বপন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় সহযোগিতাকারী ও তার ছেলে জাওয়াদ এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছেন। কিন্তু পূর্ব শত্রুতার জেরে ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। স্বপনকে মামলার জড়ানোর ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাদিয়া জামান, ছায়মা ইসলাম, তানবির ইসলাম,সিজদা জামান ইলমা, সিয়াম, উর্মি, শাওন, জামেনা, আভির, সৌরভ প্রমুখ।
উল্লেখ্য যে, বিগত ২ নভেম্বর জাহিদুল ইসলাম স্বপনকে ফতুল্লা ও যাত্রাবাড়ী থানার দুইটি মামলায় গ্রেপ্তার করে র্যাব। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স