ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ভয়েস অফ আমেরিকার জরিপ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খারাপ করছে অন্তর্বর্তী সরকার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০১-১২-২০২৪ ১২:২৩:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১২-২০২৪ ০৩:২৯:২৮ অপরাহ্ন
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খারাপ করছে অন্তর্বর্তী সরকার ​ফাইল ফটো
মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার এক জরিপে দেখা গেছে, বর্তমানে অধিকাংশ মানুষের ধারণা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ অবস্থানে রয়েছে অথবা পরিস্থিতি অপরিবর্তিত আছে। রোববার (১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যমটি।
জরিপে দেখা গেছে, ৪৪.৭ শতাংশ উত্তরদাতা মনে করেন চাল, মাছ, সবজি, ডিম, মাংস, তেল-এর মত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে খারাপ পারফর্ম করেছে। এক-চতুর্থাংশের কম উত্তরদাতা – ২৩.৮ শতাংশ - মনে করেন বর্তমান সরকার আগের সরকারের তুলনায় ভাল করছে। প্রায় এক-তৃতীয়াংশ – ৩০.৮ শতাংশ – মনে করেন পরিস্থিতি আগে যা ছিল তাই আছে।
ভয়েস অগ আমেরিকা জানায়, ১,০০০ মানুষের ওপর এই জরিপ করা হয়। জরিপে উত্তরদাতাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের সাথে সাবেক আওয়ামী সরকারের শাসনামলের তুলনা করতে বলা হয়। প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতি নিয়ে নারী এবং পুরুষ উত্তরদাতাদের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে।
পুরুষ উত্তরদাতদের ৩১.৩ শতাংশ মনে করেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের চেয়ে ভাল করছে। অন্যদিকে, নারী উত্তরদাতাদের মাত্র ১৬.৩ শতাংশ মনে করেন বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের চেয়ে ভাল করছে। নারীদের একটি বড় অংশ – ৪১.২ শতাংশ – মনে করেন পরিস্থিতি আগে যা ছিল তাই আছে, কিন্তু পুরুষ উত্তরদাতাদের মাত্র ২০.৩ শতাংশ তাই মনে করেন।
 
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ