রিমান্ডে অসুস্থ শাজাহান খান, কারাগারে প্রেরণ
আপলোড সময় :
০৮-০৯-২০২৪ ০৮:০৮:৫০ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৯-২০২৪ ০৮:০৮:৫০ অপরাহ্ন
সাবেক নৌ-পরিহন মন্ত্রী শাজাহান খান। ফাইল ফটো
বাংলা স্কুপ, ৮ সেপ্টেম্বর ২০২৪:
রিমান্ড চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় গ্রেপ্তার সাবেক নৌ-পরিহন মন্ত্রী শাজাহান খানকে কারাগারে প্রেরণ করার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ সেপ্টেম্বর) ৭ দিনের রিমান্ডে থাকা অবস্থায় শাজাহান খান অসুস্থ হওয়ায় তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি নিহতের ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী শাজাহান খান। শুক্রবার (৬ সেপ্টেম্বর) শাজাহান খানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স