ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​ঘূর্ণিঝড় ফিনজাল : তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০৩:৪৬:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০৩:৪৬:৫৫ অপরাহ্ন
​ঘূর্ণিঝড় ফিনজাল : তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকালের মধ্যে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)।
ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার (৩০ নভেম্বর) বিকালে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হানতে পারে। স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত। এম পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ু এবং পুদুচেরীর উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল, কলেজ, অফিস।
আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ থেকে শুক্রবারই ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে গত ৬ ঘণ্টায় তা ক্রমে উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকালে চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম এবং পুদুচেরী থেকে ১৮০ কিলোমিটার পূর্ব দিকে রয়েছে ঘূর্ণিঝড়। আগামী কয়েক ঘণ্টায় তা আরও পশ্চিম-উত্তর পশ্চিম দিকে সরবে। শনিবার বিকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে।
তামিলনাড়ু-পুদুচেরী উপকূলে কারইকাল এবং মহাবলীপুরমের মধ্যে দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এই সময়ে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার, যা সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্তও বৃদ্ধি পেতে পারে। এর ফলে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরী, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে তামিলনাড়ু সরকার। স্কুল-কলেজ বন্ধের পাশাপাশি বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। ইস্ট কোস্ট রোড এবং ওল্ড মহাবলীপুরম রোডে শনিবার বিকালে যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ