ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

একযোগে ১৬৮ বিচারককে বদলি

আপলোড সময় : ০৮-০৯-২০২৪ ০৮:০৫:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৯-২০২৪ ০৪:৩৬:৪৪ অপরাহ্ন
একযোগে ১৬৮ বিচারককে বদলি
বাংলা স্কুপ, ৮ সেপ্টেম্বর ২০২৪: 
অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১৬৮ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। 

রোববার (৮ সেপ্টেম্বর) নিম্ন আদালতের এসব বিচারককে বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বদলি হওয়া বিচারকদের মধ্যে রয়েছেন সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও ৭ জন যুগ্ম জেলা জজ।

আইন ও বিচার বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এসব কর্মকর্তাদের বদলি করা হয়েছে।

বদলি করা অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তা বরাবর আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ