ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​গ্যাসলাইন লিকেজ

দগ্ধ স্বামীর পর মারা গেলেন স্ত্রীও

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১১-২০২৪ ০২:২৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১১-২০২৪ ০২:২৩:৪০ অপরাহ্ন
দগ্ধ স্বামীর পর মারা গেলেন স্ত্রীও প্রতীকী ছবি
রাজধানীর পল্লবী এলাকার একটি বাসায় গ্যাসের আগুনে রুমা আক্তার (৩২) নামের এক গৃহবধূ মারা গেছেন। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান রুমা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুমা আক্তারের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছিল। 
এর আগে তার স্বামী আবদুল খলিল সোমবার মারা যান। একই ঘটনায় দগ্ধ আরও পাঁচজন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের চারজনের অবস্থা গুরুতর।
শনিবার রাতে পল্লবীর একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্যসহ সাতজন দগ্ধ হন। পরে উদ্ধার করে তাদের ওই ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রুমার স্বামী খলিলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজারে। তিনি ঢাকায় রংমিস্ত্রির কাজ করতেন।
খলিলের বড় ভাই মো. মিলন বলেন, লিকেজ থেকে ওই বাসার একটি কক্ষে গ্যাস জমে ছিল। মশার উৎপাতের কারণে খলিল রাত তিনটার দিকে কয়েল জ্বালাতে ম্যাচের কাঠি ধরাতে গেলে কক্ষে আগুন ধরে যায়। এতে কক্ষে থাকা সবাই দগ্ধ হন।

বাংলা স্কুপ/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ