চিন্ময়কাণ্ডে তিন মামলায় গ্রেপ্তার ৩৯
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১১-২০২৪ ০১:১৩:৫৭ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১১-২০২৪ ০১:১৪:৪০ অপরাহ্ন
ফাইল ফটো
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও আইনজীবী নিহতের ঘটনায় এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার কাজী মো তারেক আজিজ।
তিনি বলেন, মঙ্গলবার আদালত পাড়া ও কোতোয়ালি থানার আশপাশে ইসকন সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানসহ নানা অভিযোগে কোতোয়ালি থানায় এসব মামলা করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার ৩৯ জনকে পুলিশের করা তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখেও কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তবে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের ঘটনায় এখনও থানায় মামলা হয়নি। নিহতের পরিবার মামলা করবে।
কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম বলেন, মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে তোলার সময় এবং জামিন নামঞ্জুর হওয়ার পর যেসব ঘটনা ঘটেছে পুলিশ তার জন্য তিনটি মামলা করেছে। এসব মামলায় এখন পর্যন্ত ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে। তবে নিহত আইনজীবীর পরিবারের পক্ষ থেকে এখনও মামলা হয়নি।'
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স