ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​শীতে গিজারের যত্নে কী করবেন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৮:০৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৮:০৭:১৯ অপরাহ্ন
​শীতে গিজারের যত্নে কী করবেন
ইতিমধ্যেই অনেক বাড়ির ছাদে-বারান্দায় মেলে দেওয়া হয়েছে লেপ-কাঁথা-কম্বল। রাত কিংবা ভোরের দিকে কলের পানিতে মুখ ধুতে গিয়ে সারা গায়ে রীতিমতো কাঁটা দিচ্ছে। ঠিক এই সময়েই প্রয়োজন গিজারের। কম সময়ে পানি গরম  করার সহজ পন্থা হল এই যন্ত্রটি। তবে গিজার থেকে যেন কোনও বিপদ না হয়, তার জন্য প্রয়োজন তার সঠিক রক্ষণাবেক্ষণ। কীভাবে করবেন গিজারের রক্ষণাবেক্ষণ, জেনে নিন।
১) নতুন গিজার লাগানোর সময় সঠিকভাবে বৈদ্যুতিক সংযোগ হয়েছে কি না অথবা যন্ত্রটির পাইপের সংযোগ ঠিক হয়েছে কি না সেই দিকে নজর রাখুন। পাইপগুলি কপার, অর্থাৎ তামার হলে ভাল হয়।
২) গিজার স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। অর্থাৎ, বিদ্যুৎ সংযোগ হওয়ার পর পানি গরম হয়ে গেলে নিজে থেকেই যন্ত্রটি বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। বাড়ির গিজারটি স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে কি না খেয়াল রাখুন।
৩) গিজার চালানোর নির্দিষ্ট সময়ের মধ্যে পানি গরম হয়ে যায়। খেয়াল রাখুন তা হচ্ছে কি না। না হলে বুঝবেন যান্ত্রিক গোলযোগ হয়েছে।
৪) পানি গরম হয়ে গেলে গিজার বন্ধ করে দিন। এতে যেমন বিদ্যুতের সাশ্রয় হবে, তেমনই যন্ত্রটিও ভাল থাকবে দীর্ঘ দিন।
৫) পানি গরম হয়ে গেলে সম্পূর্ণ পানি গিজার থেকে বের করে নিন। পানি জমা  হতে থাকলে গিজারে আয়রন জমতে পারে। তা থেকে যন্ত্রটি দ্রুত বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
সূত্র : আনন্দবাজার অনলাইন

বাংলা স্কুপ/ ডেস্ক/এইচ বাশার/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ