ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ঢাকা রিপোর্টার্স ইউনিটির এজিএম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৬:২৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৬:২৬:২০ অপরাহ্ন
​ঢাকা রিপোর্টার্স ইউনিটির এজিএম অনুষ্ঠিত ​সংবাদচিত্র : সংগৃহীত
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় এজিএম শুরু হয়। এজিএম উপলক্ষে সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে ডিআরইউ প্রাঙ্গণ।
 
এজিএমের শুরুতে গত এক বছরে প্রয়াত সদস্যদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এ সময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর তুলে ধরা হয় ২০২৪ সালের আর্থিক প্রতিবেদন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মহিউদ্দিন সদস্যদের উদ্দেশে ‘সাধারণ সম্পাদকের প্রতিবেদন’ উপস্থাপন করেন। পর্যায়ক্রমে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব উপস্থাপন, উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা এবং সবশেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন অনুমোদনের মধ্যে দিয়ে শেষ হয় এজিএম।

এজিএমে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান (মিজান রহমান), অর্থ সম্পাদক মো. জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহিনী কমিটির সদস্যরা।

বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ