ঢাকা , শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​রিকশা ভ্রমণে আইরিশ মেয়েরা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৯-১১-২০২৪ ০৬:০১:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৯-১১-২০২৪ ০৬:০১:০২ অপরাহ্ন
​রিকশা ভ্রমণে আইরিশ মেয়েরা ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশ সফররত আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অন্যরকম এক অভিজ্ঞতা হলো। প্রথম ওয়ানডেতে বড় ব্যবধানে হারের পর তারা এবার বাংলাদেশের আলোচিত বাহন রিকশায় ওঠার অভিজ্ঞতা নিলেন। সফরকারী দলের জন্য এই ব্যবস্থা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে হঠাৎ মিরপুর স্টেডিয়ামে বেশ কয়েকটি রিকশা দেখা যায়। একটু পর সেই রিকশাগুলোতে উঠে বসেন আইরিশ মেয়েরা। অনভ্যস্ত হওয়ায় এই বাহনে চড়তে কেউ কেউ ইতস্তত বোধ করছিলেন। তবে সবাই খুব মজা পেয়েছেন রিকশায় চেপে। অনেককে রিকশাচালকের সঙ্গে ছবিও তুলেছেন।

রিকশাগুলো মেয়েদের নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায়। এরপর শুক্রবারর ফাঁকা রাস্তায় ঘুরে বেড়া আইরিশ মেয়েরা। সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ১৫৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। আগামীকাল ৩০ নভেম্বর সকাল ১০টায় মিরপুরে দ্বিতীয় ওয়ানডে।

বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ