ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০৩:৫৬:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০৩:৫৬:৩৩ অপরাহ্ন
​সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ
স্বাগতিক ওমানকে হারিয়ে যুব এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। পুল-বি’র দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মাস্কাটের হকি ওমান স্টেডিয়ামে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।
এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। এটি বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ। এর আগে বুধবার (২৭ নভেম্বর) ওমানকে ৩-১ গোলে পরাজিত করেছে আত্মবিশ্বাসী বাংলাদেশ। আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর একই ভেন্যুতে গ্রুপের বাকি ম্যাচগুলোতে বাংলাদেশ যথাক্রমে মালয়েশিয়া ও চায়নার মোকাবিলা করবে।
জুনিয়র এশিয়া কাপের ১১তম আসরের ফাইনাল আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের আসরে ১০টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। আসরের শীর্ষ ছয়টি দল আগামী বছর জুনিয়র হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জণ করবে।
বাংলাদেশ জুনিয়র হকি দল এর আগে জানুয়ারিতে ওমানে অনুষ্ঠিত বাছাইপর্বে স্বাগতিকদের ফাইনালে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছিল।
 
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ