ঢাকা , শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​যুদ্ধবিরতির পরও প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহ’র

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৮-১১-২০২৪ ০২:১৫:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-১১-২০২৪ ০২:১৫:৫৭ অপরাহ্ন
​যুদ্ধবিরতির পরও প্রতিরোধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার হিজবুল্লাহ’র
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাওয়ার এবং সশস্ত্র যোদ্ধাসহ ফিলিস্তিনিদের সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে। লেবাননও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির একদিন পর বুধবার (২৭ নভেম্বর) এই কথা বলেছে গোষ্ঠীটি। 
চুক্তি ঘোষণার পর থেকে হিজবুল্লাহর অপারেশন সেন্টারের প্রথম বিবৃতিতে এই কথা বলা হয়। তবে বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে সরাসরি কোনও তথ্য উল্লেখ করেনি। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামি প্রতিরোধের অপারেশন রুম নিশ্চিত করে যে, সব সামরিক শাখায় যোদ্ধারা ইসরায়েলি শত্রুদের আকাঙ্ক্ষা ও আক্রমণ মোকাবিলায় সম্পূর্ণরূপে সজ্জিত থাকবে।’এতে আরও বলা হয়, ‘ট্রিগারে হাত রেখেই’ হিজবুল্লাহ যোদ্ধারা লেবাননের সীমান্তের বাইরে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তিতে ৬০ দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার অন্তর্ভুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় এই চুক্তিটি হয়েছে যা কয়েক বছরের মধ্যে ইসরায়েল ও ইরান-সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীর মধ্যকার সবচেয়ে মারাত্মক সংঘর্ষের অবসান ঘটিয়েছে। ইসরায়েল এখনও গাজা উপত্যকায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে লড়াই করছে।
 
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ডেস্ক 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ