নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করবে ইসরায়েল
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৮-১১-২০২৪ ০১:০৬:১৪ অপরাহ্ন
আপডেট সময় :
২৮-১১-২০২৪ ০১:০৬:১৪ অপরাহ্ন
ফাইল ফটো
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে আপত্তি জানাবে দেশটি। আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) এ কথা জানানো হয়েছে বলে বুধবার (২৭ নভেম্বর) নেতানিয়াহুর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়।
নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে একটি নোটিশ দিয়েছে ইসরায়েল। তারা আদালতে আপিল করার ইচ্ছা প্রকাশ করেছে ও গ্রেফতারি পরোয়ানার কার্যকারিতা বিলম্বিত করার দাবি জানাচ্ছে। আইসিসি গাজা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও হামাসের সশস্ত্র অংশের নেতা ইব্রাহিম আল-মাসরি (মোহাম্মদ দেইফ নামেও পরিচিত) এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
আদালতের মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ সাংবাদিকদের জানিয়েছেন, যদি আপিলের জন্য কোনো অনুরোধ জমা দেওয়া হয় তবে বিচারকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। আদালতের নিয়ম অনুযায়ী, তদন্ত বা প্রসিকিউশন এক বছরের জন্য স্থগিত করার প্রস্তাব গ্রহণ করতে পারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া, একবার পরোয়ানা জারি হলে সংশ্লিষ্ট দেশ বা যার নামে পরোয়ানা জারি হয়েছে, তারা আদালতের এখতিয়ার বা মামলার গ্রহণযোগ্যতা চ্যালেঞ্জ করতে পারে।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স