ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নুসরাতের সাফল্য

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৭:২২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৭:২২:৩৫ অপরাহ্ন
​আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি নুসরাতের সাফল্য
আন্তর্জাতিক অঙ্গনে কাজ করে সাড়া ফেলছেন দেশের মডেল সিফাত নুসরাত। মডেলিংয়ের শুরুটা ব্রাইডাল লুক দিয়ে। এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আগামী বছরের শুরুটাও কলকাতার একটি অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করার ইচ্ছা আছে তার।
সিফাত নুসরাতের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী জানুয়ারিতে কলকাতায় কারমা ইন্টারন্যাশনালসের একটি অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করবেন তিনি। এছাড়া আরও কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার প্রস্তুতি চলছে।
আন্তর্জাতিক অঙ্গনে এর আগে কী ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার? সে বিষয়ে নুসরাত জানান, ‘এখন পর্যন্ত তিনটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। আফলাইজা, রিকোড এবং ফরেভার ফিফটি টু এসব ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয়েছে। ভারতে যেসব জায়গায় ওদের আউটলেট আছে, সবগুলোতেই আমার ছবি প্রকাশ করেছে।’
আন্তর্জাতিক অঙ্গনের শুরুটা সম্পর্কে মজার এক অভিজ্ঞতার কথা জানিয়ে বললেন, ফরিদপুরে একটা ব্রাইডাল ওয়ার্কশপে অংশগ্রহণ করেন তিনি। সেখানে স্টেজে পারফর্ম করার সময় কারমা ইন্টারন্যাশনালসের স্বত্বাধিকারী অঞ্জনা রায় তাকে এক দেখাতেই পছন্দ করেন এবং এক সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শুধু তাই নয়, অঞ্জনা তার কারমা ইন্টারন্যাশনালসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাবও দেন।
ভারতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, ‘কলকাতায় আমি যখন অঞ্জনা দিদির ইনভাইটেশনে অ্যাওয়ার্ড শোতে যাই, সেখানে আমাকে একজন বাংলাদেশি মডেল হিসেবে পারফর্ম করানো হয়। এরপর একটা ব্রাইডাল ওয়ার্কশপে আমি ফটোশ্যুট করি যেখানে আমার মেকওভার করেছিল আকলিমা আক্তার। এখানে একটা টুইস্ট আছে, ফরিদপুরের ওই ব্রাইডাল ওয়ার্কশপে আমাকে আকলিমা আক্তারই ডেকেছিল, উনার প্রতি আমার সবসময় কৃতজ্ঞতা থাকবে।’
এছাড়া সিফাত নুসরাত ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, ইন্টারন্যাশনাল মডেল হিসেবে তার টার্গেট এখন পৃথিবীর সেরা ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজ করা।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ