ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​চিন্ময়ের পক্ষে না লড়ার আহ্বান আইনজীবীদের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৭:১৬:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৭:১৬:৪০ অপরাহ্ন
​চিন্ময়ের পক্ষে না লড়ার আহ্বান  আইনজীবীদের ​সংবাদচিত্র : সংগৃহীত
চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে দেশের ৬০ হাজার আইনজীবীর প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আদালতে না লড়ার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জের আইনজীবীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজ বাসস্থান ও পরিবারের থেকেও আদালত চত্বরেই বেশি সময় কাটান আইনজীবীরা। অথচ নির্মমভাবে তাকে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসী সংগঠন ইসকনের অনুসারীরা। তাই অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে করতে হবে।
বক্তারা আরও বলেন, ভারতীয় সরকারের সরাসরি হস্তক্ষেপে শেখ হাসিনার নেতৃত্বে আবারও মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসী সংগঠন ইসকন। যার ফলে গত কয়েকদিন ধরে দেশে নানারকম অরাজকতা সৃষ্টি করেছে তারা। দেশের বিরুদ্ধে এমন ষড়যন্ত্রের কঠোর জবাব দেবে দেশপ্রেমিক আইনজীবীরা। ছাত্র-জনতার আন্দোলনে যেমনভাবে হাসিনা পালিয়েছে, ঠিক তেমনিভাবে পালাবে ইসকনের সন্ত্রাসীরা।
হিন্দু-মুসলিম ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে আইনজীবীরা বলেন, ‘দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আবারও ফিরে আসতে চায় ফ্যাসিস্ট শক্তি। তা কোনভাবেই হতে দেয়া যাবে না। ইসকনকে নিষিদ্ধসহ অন্যান্য দাবি আদায় না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আইনজীবীরা।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ আদালতের আইনজীবী সোলায়মান বিশু, রবিউল হক দোলন, নূরে আলম সিদ্দিকী আসাদ, গোলাম মোস্তফা, রমজান আলী হিরো, রাসেল আহমেদ রনি, আশিক ইকবাল সুজন, নুরুল ইসলাম সেন্টু, আকরামুল ইসলাম আকরাম, শফিক এনায়েতুল্লাহ প্রমুখ। 

বাংলাস্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ