ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৫:২৩:২০ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৫:২৩:২০ অপরাহ্ন
​দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার ​ফাইল ফটো
বিভিন্ন মহল থেকে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করার প্রস্তাব অংশীজনদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বুধবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিতদের সঙ্গে কথা বলেন তিনি।
বদিউল আলম মজুমদার বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে সমাজের বৈষম্য দূর হবে। সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা, নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন, নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধসহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।
তিনি বলেন, সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে। নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পাশাপাশি দ্বিকক্ষবিশিষ্ট সংসদের দাবি জানান পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। এ বিষয়ে অংশীজনের মতামত নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
নির্বাচন সংস্কার কমিশন প্রধান বলেন, অতীতে নির্বাচনে কোটি কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করাসহ নানা অনিয়ম ছিল। তবে ভবিষ্যতে এই অনিয়মগুলোর পথ বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভায় পরামর্শ উঠে এসেছে।
 তিনি জানান, আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন, ভোটের নিরাপত্তা নিশ্চিত, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি জানান প্রতিনিধিরা। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন কঠিন বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ