ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ , ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​চট্টগ্রামের ঘটনাটি মর্মান্তিক: নুর

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০৫:২০:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০৫:২০:৫৭ অপরাহ্ন
​চট্টগ্রামের ঘটনাটি মর্মান্তিক: নুর ​সংবাদচিত্র : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে তা মর্মান্তিক ঘটনা। হিন্দু সম্প্রদায়ের যে নেতাকে গ্রেপ্তারে পর কারাগারে পাঠানো হয়েছে তার জামিন দরকার হলে সুস্থভাবে প্রতিবাদ করা যেত। কিন্তু কতটা হিংস্র হলে একজন আইনজীবীকে হত্যা করা হয়। বুধবার (২৭ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সিটি ও পৌরসভার কাউন্সিলরদের সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, হামলার ঘটনা ঘটবে না সেটিই কিন্তু আমরা চাই। এ ধরনের হামলা ও অপসহিংসতা আমরা বন্ধ চাই। সুপরিকল্পিতভাবে কতিপয় দুর্বৃত্ত এ ধরনের এ ঘটনাটি ঘটিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতাকে কলুষিত করার জন্য। তিনি বলেন, আমাদের সতর্ক থাকা দরকার। কেউ যাতে আমাদের ব্যবহার করতে না পারে। কলুষিত না করতে পারে।
নুরুল হক নুর বলেন, যারা বিগত দিনে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নে ছিলেন না, যারা জন উন্নয়নে, জনগণের কল্যাণে, যারা জনগণের পক্ষে ছিলেন আমার মতে, তাদের কাউন্সিলর পদে বহাল রাখা উচিত। এ সরকারের কাছে আপনারা যেভাবে দাবি-দাওয়া দেখাতে পারবেন, চাপ সৃষ্টি করতে পারবেন। রাজনৈতিক সরকার আসলে কিন্তু আপনারা তা পারবেন না। তিনি আরও বলেন, বিচার ব্যবস্থা যেন স্বাধীন থাকে, প্রশাসন যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী না হয়, গণমাধ্যম যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পারপাস সার্ভ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
প্রসঙ্গত: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সঙ্গে সংশ্লিষ্ট হিন্দু (সাবেক) নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গত সোমবার ঢাকার বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়। গ্রেপ্তারের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে তার সমর্থকরা বিক্ষোভ করেন। সংঘর্ষে ২৬ নভেম্বর চট্টগ্রাম মহানগর আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন একদল দুষ্কৃতকারীর হাতে।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ