আনিসুল-কামরুল-সোলায়মান ফের রিমান্ডে
সাবেক মন্ত্রী-এমপিসহ আ. লীগের একাধিক নেতা শোন-অ্যারেস্ট
আপলোড সময় :
২৭-১১-২০২৪ ১২:৩৯:৫৬ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-১১-২০২৪ ০১:৫৮:৫৪ অপরাহ্ন
সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
যাত্রাবাড়ী ও লালবাগ থানার পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক এমপি সোলায়মান সেলিমের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও যাত্রাবাড়ী থানার সাইদুর রহমান হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
অন্যদিকে বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুসহ একাধিক এমপি ও নেতাকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন এই আদেশ দেন।
লালবাগ থানায় করা হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। চকবাজার ও লালবাগ থানার হত্যা মামলায় সোলায়মান সেলিমের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড দেয়া হয়েছে।
এসব মামলায় পৃথকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। সেই আবেদনের শুনানির জন্য আজ তাঁদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
আদাবর থানার মামলায়, সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বংশাল, কোতোয়ালি ও যাত্রাবাড়ী থানার দুই মামলায়, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কোতোয়ালি থানার মামলায় এবিএম ফজলে কবির চৌধুরীকে গ্রেপ্তার, শাহবাগ, যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেননকে যাত্রাবাড়ী গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানায় মামলা মনিরুল ইসলামকে ও যাত্রাবাড়ী থানার মামলায় আমির হোসেন আমু, সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স