ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবদল কর্মী খুন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১২:৩৫:১০ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৪ ১২:৩৫:১০ অপরাহ্ন
​সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে যুবদল কর্মী খুন ​সংবাদচিত্র : সংগৃহীত
সিলেটে দুই ছাত্রের সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩০) নামে এক যুবদল কর্মী খুন হয়েছেন। 
সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের শাহপরাণ বাহুবল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিলাল আহমদ মুন্সী বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি। পাশাপাশি স্থানীয় যুবদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, বাহুবল এলাকার স্কুলছাত্র সাকের ও রাশেদের মধ্যে সিনিয়র ও জুনিয়র দ্বন্দ্বে বিরোধ চলছিল। এ ঘটনাটি এলাকায় সালিশ বৈঠকেও গড়ায়। এরই জেরে সাকেরের পক্ষে জড়িয়ে পড়েন যুবদল-ছাত্রদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা।
ঘটনার রাতে একটি পক্ষে নাদিম, মিজান, দেলোয়ার হোসেন, এনামুল কবীর সোহেলের নেতৃত্বে যুবদলের উপশহর গ্রুপের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থায় বাহুবল এলাকায় যান। তারা এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ালে হামলায় যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী নিহত হন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন ধরে দুই ছাত্রের বিরোধের জেরে এলাকায় উত্তেজনা ছিল। সোমবার সন্ধ্যায় সালিশ বসলেও সমাধান হয়নি। পরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হয়ে ওই যুবক মারা যান।’

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ