ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​আফসোস মোস্তাফিজ-রিশাদদের!

আইপিএলে নেই বাংলাদেশের কেউ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৬-১১-২০২৪ ১১:৫৭:২৮ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৬-১১-২০২৪ ০১:৫৭:৪৩ অপরাহ্ন
আইপিএলে নেই বাংলাদেশের কেউ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দুইদিনব্যাপী মেগা নিলাম শেষ হয়েছে গতকাল সোমবার। এই নিলামের চুড়ান্ত তালিকায় ছিলেন ১২জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মাঝে দুজনের নাম ওঠে নিলামে। কিন্তু মোস্তাফিজুর রহমান আর রিশাদ হোসেনকে কেনার আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অর্থাৎ ২০২৫ আইপিএলে বাংলাদেশের কোনো খেলোয়াড়কে দেখা যাবে না।
এবারের মেগা নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলে খেলোয়াড় কেনায় খরচ করেছে মোট ৬৩৯.১৫ কোটি রুপি। ১৮২ জন খেলোয়াড়কে কেনা হয়েছে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ৬২ জন। অবিক্রিত থেকে গেছেন ৩৯৫ জন খেলোয়াড়। গতকাল নিলামে বাংলাদেশের ১২ জনের মধ্যে কেবল মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের নাম তোলা হলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের কেনেনি।
নিলামের শেষ মুহূর্তে আরও একটি সুযোগ ছিল। ওই সময় শেষবারের মতো কিছু খেলোয়াড়কে দলে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজি গুলো। এই চূড়ান্ত ডাকে মোট ১২ জন খেলোয়াড় দল পেলেও বাংলাদেশের কোনো খেলোয়াড়কে ডাকা হয়নি। এর আগে গত রবিবার নিলামের প্রথম দিনে ভারতের উইকেটকিপার ব্যাটসম্যান রিশাভ পান্তকে ২৭ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ইতিহাসেই পান্ত এখন সবচেয়ে দামি খেলোয়াড়।
উল্লেখ্য, এবারের নিলামের চুড়ান্ত তালিকায় জায়গা করে নেওয়া বাংলাদেশের সেই ১২ ক্রিকেটার হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ