ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলাবাহিনীর প্রধান কাজ: সারজিস

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০২:৪২:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০২:৪২:৪৯ অপরাহ্ন
​নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইনশৃঙ্খলাবাহিনীর প্রধান কাজ: সারজিস
গত কয়েকদিন ধরে রাজধানীতে নানা আন্দোলনে স্থবির হয়ে পড়েছে জনজীবন৷ একই সঙ্গে বেড়েছে জননিরাপত্তা ঝুঁকিও। সপ্তাহের ব্যবধানে রাজধানীর ঢাকা কলেজ সিটি কলেজ সংঘর্ষের পর রিকশাচালকদের আন্দোলন। এবার নতুন করে পুরান ঢাকায় ডিএমআরসি ও কবি কাজি নজরুল কলেজের সংঘর্ষ। এবং গত রাতে তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ নতুন করে আশঙ্কা তৈরি করছে জননিরাপত্তার।
এমন অবস্থায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। নিজের প্রতিক্রিয়ায় জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ বলে উল্লেখ করেছেন তিনি।
সোমবার (১১ টা ৩৫ মিনিটের দিকে) ফেসবুকে পোস্ট করেন তিনি। ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেছেন, সবার আগে দেশ, দেশের মানুষ, জনগণের সম্পদ ৷ যদি কেউ অযৌক্তিক কারণে বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে, সে যে পরিচয়েরই হোক না কেন, তবে দেশের স্বার্থে তাদের প্রতিহত করে জনমানুষের নিরাপত্তা প্রদান করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান কাজ ৷
 
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ