ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০২:২৭:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০২:২৭:৫৩ অপরাহ্ন
​বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল ব্যাহত ​সংবাদচিত্র : সংগৃহীত
রাজধানীর উত্তরার জয়নাল মার্কেট এলাকায় মালবাহী ট্রেনের (কনটেইনার) একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত রেল চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি টঙ্গীর জয়নাল মার্কেটে এলাকায় পৌঁছালে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার স্থানটি বিমানবন্দর রেলওয়ের আওতায়। ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার কর্মীরা কাজ করছেন। কমলাপুরগামী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনগামী দুটি যাত্রীবাহী ট্রেন টঙ্গী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে (আটকে) আছে। এতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। তবে, বেলা ১১টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম শেষ না হওয়ায় টঙ্গী রেলওয়ে স্টেশনে আটকে আছে কমলাপুর রেলস্টেশন গামী চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মেইল ও সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুটি টঙ্গী রেলওয়ে স্টেশনে থেমে আছে।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ