ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ডেমরায় প্রিপ্রেইড মিটার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০১:৩১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০১:৩১:৩৪ অপরাহ্ন
​ডেমরায় প্রিপ্রেইড মিটার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
রাজধানীর ডেমরায় বিদ্যুতের ডিজিটাল প্রিপেইড মিটার পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এছাড়া এনওসিএস ও ডেমরা ডিপিডিসির অফিসের সামনেও বিক্ষোভ করেন তারা। রোববার (২৪ নভেম্বর) এলাকাবাসী ডেমরা-শিমরাইল সড়কের পাশে বিদ্যুৎ অফিসটির সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে। 
গ্রাহকদের দাবির মধ্যে রয়েছে—প্রিপেইড মিটারের পরিবর্তে পূর্বের ন্যায় পোষ্ট পেইড মিটার সংযোগ, অসঙ্গতিপূর্ণ বিদ্যুৎ বিল, মিটার চার্জ ও অতিরিক্ত চার্জ হতে অব্যাহতিসহ সব অনিয়ম ও ভৌতিক আর্থিক ক্ষতিসাধন থেকে রক্ষা করতে হবে।
মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, শেখ হাসিনার আমলে সরকারিভাবে কৌশল করে খারাপ প্রিপেইড মিটার আমদানি করেছে সংশ্লিষ্টরা। পরবর্তীতে ঠিকাদারদের মাধ্যমে গ্রাহকের বাড়ি থেকে পূর্বের এনালগ মিটার পরিবর্তন করে টাকার বিনিময়ে নতুন প্রিপেইড মিটার স্থাপন করে। এতে করে জনগনের ঘাড়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে প্রিপেইড মিটারের ভৌতিক বিলের মাধ্যমে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করছে বিদ্যুৎ বিভাগ।
ডেমরা থানার ওসি মো. নাজমুল হোসাইন বলেন, প্রিপেইড মিটার পরিবর্তনের দাবিতে ডেমরা থানা এলাকার গ্রাহকরা সড়ক অবরুদ্ধ রাখলে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ