ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​এবার ইসির সম্মেলন কক্ষ থেকে শেখ মুজিবের ছবি অপসারণ

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৮:২২:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৮:২২:৪২ অপরাহ্ন
​এবার ইসির সম্মেলন কক্ষ থেকে শেখ মুজিবের ছবি অপসারণ ​সংবাদচিত্র : সংগৃহীত
বঙ্গভবনের দরবার হলের পর এবার নির্বাচন কমিশন (ইসি) ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হলো শেখ মুজিবুর রহমানের ছবি।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের আনুষ্ঠানিক প্রথম ব্রিফিংয়ের আগে ছবিটি নামিয়ে ফেলা হয়।

সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন সিইসি ও চার কমিশনার। এরপর তাঁরা নির্বাচন কমিশনে যান।বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা ছিল। তবে আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিংয়ে দেরি হয়।

বিকেল ৪টার দিকে কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে দীর্ঘদিন ধরে দেয়ালে টানানো শেখ মুজিবের ছবিটি নামিয়ে ফেলেন। পরে সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ