ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ্যে হেনস্তার শিকার উরফি জাভেদ

আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৭:৫০:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৭:৫০:৪৯ অপরাহ্ন
প্রকাশ্যে হেনস্তার শিকার উরফি জাভেদ ​বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। ফাইল ফটো
বাংলা স্কুপ, ৭ সেপ্টেম্বর ২০২৪: 
এবার প্রকাশ্যে হেনস্তার শিকার হলেন বিগ বস ওটিটি থেকে খ্যাতির শীর্ষে উঠে আসা বলিউড অভিনেত্রী উরফি জাভেদ। তাও এক কিশোরের হাতে শিকার হন তিনি।

সামাজিকমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে উরফি বিরক্তিকর ঘটনা শেয়ার করেছেন, যেখানে একটি ১৫ বছর বয়সি ছেলে তাকে জনসমক্ষে হেনস্তা করে। রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন উরফি, সেখানেই পাপারাজ্জিদের জন্য পোজ দেওয়ার সময় ওই কিশোর কটূক্তি করে উরফিকে। সরাসরি প্রশ্ন করে কতজনের সঙ্গে যৌন সম্পর্ক করেছে? অভিনেত্রী বলেন, পরিবারের সামনে ছবি তোলার সময় এ ঘটনা ঘটে। তিনি তার নতুন ওয়েব সিরিজ ফলো কর লো ইয়ার প্রচার করছিলেন যে সময়, তখন ওই কিশোর অশ্লীল মন্তব্যটি করে। সামাজিকমাধ্যমে পোস্টে উরফি লিখেছেন, গতকাল আমার এবং আমার পরিবারের সঙ্গে অত্যন্ত অস্বস্তিকর কিছু ঘটেছে, একদল ছেলে পাশ দিয়ে যাচ্ছিল তাদের মধ্যে এক কিশোর সবার সামনে চিৎকার করে আমাকে জিজ্ঞেস করে 'তুমি কজনের সঙ্গে শুয়েছো?'। ছেলেটির বয়স সবে ১৫। আমার মা ও পরিবারের সামনেই সে এটা করেছে।

তিনি বলেন, এক পাপারাজ্জি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন আমার অভিব্যক্তি থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে, আমি অবাক হয়ে গিয়েছিলাম! ওই ছেলেটার মুখে ঘুসি মারতে ইচ্ছে হচ্ছিল।

দয়া করে আপনার ছেলেদের নারীদের সম্মান করতে শেখান। ছেলেটির বাবা-মায়ের জন্য আমার খারাপ লাগছে।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ