ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-১১-২০২৪ ০৪:০৮:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৪-১১-২০২৪ ০৭:৩৫:০৭ অপরাহ্ন
জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি ​সংবাদচিত্র : সংগৃহীত
নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম মো. নাসির উদ্দীন বলেছেন, আমাদের নিয়ত সহিহ। আমরা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা করা দরকার, তাই করবো।

রোববার (২৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

এ এম এম মো. নাসির উদ্দীন বলেন, যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস ও অভিজ্ঞতা আমার আছে। এর আগে তথ্য ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকাকালে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি।

আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে চলমান বিতর্ক শেষ হোক তারপর সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। 

এদিন দুপুরে নবগঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/ এসকে

শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ