বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
২৪-১১-২০২৪ ০১:২০:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
২৪-১১-২০২৪ ০১:২০:১৯ অপরাহ্ন
ফাইল ফটো
লোকজ ও আধ্যাত্মিক গানের জন্যই সর্বাধিক পরিচিত বারী সিদ্দিকী। নেত্রকোনার বারহাট্টায় জন্ম নেওয়া সুরের এ কারিগর ২০১৭ সালের আজকের দিনে মারা যান।
রোববার (২৪ নভেম্বর) তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। বাঁশির জাদুকর, দারাজ কণ্ঠের গায়ক, লোকজ ও আধ্যাত্মিক গানে মাতিয়েছেন শ্রোতাদের।
শৈশবে বড় ভাইয়ের কাছে বাঁশির তালিম নিতে নিতে সুরের সঙ্গে তৈরি হয় প্রেম। মাত্র ১২ বছর বয়সে ওস্তাদ গোপাল দত্তের কাছে সংগীতের তালিম শুরু হয় তার। পরে ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণী শিল্পীর সান্নিধ্য লাভ করেন তিনি। ভারতেও গানের তালিম নিয়েছেন তিনি। পরে বাঁশির ওপর উচ্চাঙ্গসংগীতে প্রশিক্ষণ নেন।
লোকসংগীতের এ শিল্পী কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সিনেমায় প্রথম প্লেব্যাক করেন। হুমায়ূন আহমেদের হাত ধরেই দেশব্যাপী পরিচিতি হয় তার। বাঁশি আর কণ্ঠ দিয়ে সব সময়ই দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স