ঢাকা , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

​‘ফিটনেস’ : সবাই ঘুমে, তাঁরা জিমে

আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৬:৪২:৩৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৬:৪২:৩৬ অপরাহ্ন
​‘ফিটনেস’ : সবাই ঘুমে, তাঁরা জিমে
বাংলা স্কুপ, ৭ সেপ্টেম্বর ২০২৪: 
সিনেমার শুটিং অনেক সময় ভোররাত পর্যন্ত চলে, সেই শুটিং শেষ হলে ইউনিটের সবাই ঘুমের জন্য ব্যস্ত হয়ে পড়লেও এক্ষেত্রে ব্যতিক্রম হিন্দি সিনেমার দুই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আনুশকা শর্মা।

তারা তাদের ‘ফিটনেস’ নিয়ে এতটাই সচেতন যে, কোনো সময় ভোররাতে শুটিং শেষ হলে বিশ্রাম নেওয়ার বদলে তারা সোজা চলে যান ব্যায়ামাগারে।

আনন্দবাজার লিখেছে, নায়িকাদের এই অভ্যাসের কথা এক অনুষ্ঠানে বলেন অভিনেতা মনোজ পাহওয়া।

এই অভিনেতা বলেন, বেশিরভাগ নায়ক-নায়িকারাই শরীরচর্চাকে সবকিছুর আগে গুরুত্ব দেন। কিন্তু প্রিয়াঙ্কা ও আনুশকা যা করেছেন, সেটা বিরল।

“তারা এমনিতেই কড়া ডায়েট মেনে চলেন। একবার একটা সিনেমার শুটিংয়ের সময় দেখেছি, ভোর ৪টা অথবা ৫টার সময়ে শুটিং শেষ করে আমরা ঘুমিয়ে পড়তাম। কিন্তু তারা সোজা জিমে চলে যেতেন। টানা দুঘণ্টা শরীরচর্চা করে ফিরে এসে ঘুমোতেন। সত্যিই কঠোর পরিশ্রম করেন আনুশকা ও প্রিয়াঙ্কা।”

এ দুই অভিনেত্রী ছাড়াও নিয়মানুবর্তিতার দৃষ্টান্ত হিসেবে অক্ষয় কুমারের নাম তুলে ধরেন মনোজ।

তিনি বলেন, “অস্ট্রেলিয়ায় ‘সিং ইজ কিং’ সিনেমার শুটিংয়ের সময় সন্ধ্যা ৬টার মধ্যে কাজ সেরে ৭টা থেকে আমরা হোটেলে পার্টি শুরু করতাম। অক্ষয়ও আসতেন। কিন্তু কখনোই মদ পান করতেন না। ঠিক পৌনে ৮টায় তার শরীরচর্চার প্রশিক্ষক এসে বলতেন, নায়কের খাবার প্রস্তুত হয়ে গেছে। খেয়ে নিয়ে রাত সাড়ে ৮টার মধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে ৯টার মধ্যে ঘুমিয়ে পড়তেন।”


ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ