ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বান্দরবানে ২৫ বছর পর নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৫:০১:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৫:০১:০৮ অপরাহ্ন
​বান্দরবানে ২৫ বছর পর নৌকাবাইচ ​সংবাদচিত্র : সংগৃহীত
দীর্ঘ ২৫ বছর পর বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৩ নভেম্বর) সকালে সাঙ্গু নদীতে সম্মিলিত ক্রীড়া পরিষদ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে ১৮টি দল অংশ নেয়। সেগুলোর মধ্যে সাতটি ছিল নারী দল।

প্রতিযোগিতায় বিভিন্ন পাড়া থেকে অংশ নেন তরুণ-তরুণীরা। প্রতিটি নৌকায় আট জন মাঝি গানের তালে নৌকার বৈঠা বান। এ সময় নৌকাবাইচ দেখতে নদীর তীরে ভিড় করেন হাজারো মানুষ।

আয়োজনের প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, ‘গ্রামবাংলার অন্য ঐতিহ্যবাহী খেলাগুলোর মতো নৌকাবাইচও হারিয়ে যাওয়ার পথে। আশা করছি, গ্রামবাংলার এসব খেলা আবারও উজ্জীবিত হবে। আমরা চাই এমন আয়োজন অব্যাহত থাকুক।’

প্রতিযোগিতার আহ্বায়ক নিনিপ্রু মারমার সভাপতিত্বে সেখানে আরও উপস্থিত ছিলেন– জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার, জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এএসএম মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ অন্যরা। 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ