ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​আন্দোলনে নিহত শহীদরা কি মানুষ না: সারজিস আলমের প্রশ্ন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০৩:৪৩:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০৮:১৫:২১ অপরাহ্ন
​আন্দোলনে নিহত শহীদরা কি মানুষ না: সারজিস আলমের প্রশ্ন ​সংবাদচিত্র : সংগৃহীত
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তার দোসরদের জবাব দিতে হবে, আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সন্তানরা কাকে বাবা বলে ডাকবে। খুনি হাসিনা সারাজীবন নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতা ধরে রেখেছিল। শেখ হাসিনার পরিবারের ১৮ জন “মানুষ” আর এই দুই হাজার জন কি “মানুষ” না? তাদের খুন করার সময় তার বুক কাঁপেনি।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১২টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ৭৯ জন শহীদ পরিবারের মাঝে ৫ লাখ টাকা করে ৩ কোটি ৯৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, অভ্যুত্থানের তিন মাস যেতে না যেতেই খুনি হাসিনা কীভাবে দেশে আসবেন, কীভাবে দল গোছাবেন, কীভাবে নির্বাচন করবেন– এসব কথা বলা হচ্ছে। গত ৩৬ জুলাই (৫ আগস্ট) একজন ক্ষমতাপিপাসু খুনি ক্ষমতায় থাকার জন্য শিশু থেকে শুরু করে তাদের বাবা-মা-ভাইবোনকে হত্যা করেছে।

তিনি নিহতদের রক্তাক্ত ছবি দেখিয়ে প্রশ্ন রাখেন, ট্রেনিং দিয়ে হত্যাকারীদের এ দেশে আনা হয়েছিল কি? কারণ তারা যেভাবে গুলি ছুড়ে হত্যা করেছে তাতে মনে হয়েছে তারা ট্রেনিংপ্রাপ্ত– এ প্রশ্ন প্রতিটি শহীদ ও আহত পরিবারের।

আন্দোলনে নিহতদের পরিবারের উদ্দেশে শুভেচ্ছা বক্তৃতায় সারজিস বলেন, জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে এ সহযোগিতা আজীবন চলতে থাকবে। বিশেষ করে, সরকারের কাছ থেকে প্রতিটি শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা এবং পরিবারের একজন সরকারি চাকরি দেওয়ার দাবি রয়েছে। শহীদ পরিবারের মাঝ থেকে দাবি উঠেছে তাদের একটি সনদ দেওয়ার। যাতে যেকোনও সরকারের আমলে তারা যেন ওই সনদের আলোকে কিছুটা হলেও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন।’ এ দাবি সরকারের কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন– জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাহিন সরকারসহ অন্যরা। উপস্থিত ছিলেন– তিন জনের চিকিৎসক গ্রুপ। তারা নিহতদের পরিবারের সদস্য এবং আহতদের চিকিৎসাসেবা দেন। অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলায় নিহতদের স্বজন এবং আহতরা উপস্থিত ছিলেন।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ