ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন কীভাবে

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২৩-১১-২০২৪ ০২:২৬:৩৪ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-১১-২০২৪ ০২:২৬:৫৫ অপরাহ্ন
​হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন কীভাবে প্রতীকী ছবি
মেসেজ আদান-প্রদানের পাশাপাশি হোয়াটসঅ্যাপে ভয়েস কল করা যায়। এই ভয়েস কল রেকর্ডও করা যায়। যা হয়তো অনেকেরই জানা নেই। তবে সাধারণ ফোন কলের মতো হোয়াটসঅ্যাপ কল সরাসরি রেকর্ড করা যায় না। কারণ অ্যাপটির কোনও বিল্ট-ইন ফিচার নেই। তবে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে খুব সহজে কল রেকর্ড কার যায়। ‘কিউব এসিআর’ নামের রেকর্ডিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারে। শুধু তাই নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব। এছাড়া আরও বেশ কিছু এমন অ্যাপ আছে। 

অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে
১) প্রথমে গুগল প্লে স্টোর খুলুন। সেখান থেকে ‘Call Recorder: Cube ACR’ অ্যাপটি খুঁজুন।

২) অ্যাপটি ইনস্টল করে নিন এবং খুলুন।

৩) কল করা বা ধরার জন্য হোয়াটসঅ্যাপে সুইচ করুন।

৪) কল করার সময় আপনি একটি ‘কিউব কল’ উইজেট দেখতে পাবেন। যদি উইজেটটি দেখতে না পান, তাহলে ‘কিউব কল’ অ্যাপটি খুলুন এবং ভয়েস কলের জন্য ‘Force VoIP call’ অপশনটি বেছে নিন।

৫) অ্যাপটি অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবে এবং ডিভাইসের ইন্টারনাল মেমোরিতে ফাইলটি সেভ করবে।

আইফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে
১) আপনার Mac ডিভাইস থেকে QuickTime অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। তার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে না।

২) আপনার iPhone-টি কানেক্ট করুন Mac ডিভাইসের সঙ্গে এবং QuickTime খুলুন।

৩) এবার ‘File’ অপশনে চলে যান এবং ‘নিউ অডিও রেকর্ডিং’ অপশনটি বেছে নিন।

৪) আপনার আইফোনটিকে রেকর্ডিং ডিভাইস হিসেবে ব্যবহার করুন এবং QuickTime থেকে রেকর্ড বাটনে ক্লিক করুন।

৫) আপনার আইফোন থেকে হোয়াটসঅ্যাপ কল করুন এবং অ্যাড ইউজার আইকনে ক্লিক করুন।

৬) এবার যে ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথন আপনি রেকর্ড করতে চান, তাঁকে কল করলেই তা রেকর্ডেড হবে। রেকর্ডেড ফাইলটি আপনার Mac-এ ডাউনলোড হবে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ