ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন ঘোষণা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৯:৫৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৯:৫৩:০৫ অপরাহ্ন
​বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন ঘোষণা
ঢাকাস্থ মার্কিন দূতাবাস ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর করতে নতুন কিছু ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদনকারীরা এখন থেকে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ায় তাদের আবেদন দ্রুততর করতে পারবেন।
দূতাবাসের মতে, নতুন এই উদ্যোগের ফলে ভিসা প্রসেসিংয়ে সময় সাশ্রয় এবং আবেদনকারীদের জন্য প্রক্রিয়াটি আরও সহজ হবে। এছাড়া নির্ধারিত ক্যাটাগরির কিছু ভিসার জন্য সাক্ষাৎকার ছাড়াও আবেদন জমা দেওয়ার সুযোগ থাকবে।
গুরুত্বপূর্ণ দিকসমূহ—
সাক্ষাৎকার ছাড়াই ভিসা
কিছু নির্দিষ্ট ক্যাটাগরির ভিসার জন্য সাক্ষাৎকারের প্রয়োজন নেই। তবে এই সুযোগের জন্য নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ার সহজীকরণ
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম আরও আধুনিক করা হয়েছে।
আবেদন প্রক্রিয়ার সময় কমানো
নতুন প্রক্রিয়ার মাধ্যমে ভিসা প্রসেসিংয়ের সময় উল্লেখযোগ্যভাবে কমানো হবে।
দূতাবাস আরও জানিয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাবে। ভিসা আবেদনকারীদের নির্ধারিত নিয়ম মেনে আবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ