ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২২-১১-২০২৪ ০৫:৪৩:১২ অপরাহ্ন
আপডেট সময় : ২২-১১-২০২৪ ০৫:৪৩:১২ অপরাহ্ন
​মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বগুড়ায় মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সেবা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার উন্নয়নে পরিচালিত চারটি গুরুত্বপূর্ণ গবেষণার ফলাফল উপস্থাপন করতে এ সেমিনারের আয়োজন করা হয়। 
শুক্রবার (২১ নভেম্বর) বগুড়ার মম ইন হোটেলের সম্মেলন কক্ষে দুইদিন ব্যাপী এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।  
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির অর্থায়নে, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় আরডিআরএস বাংলাদেশের মাধ্যমে বাস্তবায়িত ‘জননী’ প্রকল্পের আওতায় এ সেমনিার করা হয়েছে। 
সেমিনারে বিশেষজ্ঞদের গবেষণা প্রবন্ধ উপস্থাপনা, প্যানেল আলোচনা এবং উন্মুক্ত মতামত প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা গবেষণার ফলাফলগুলোকে জাতীয় নীতি এবং স্থানীয় পর্যায়ে প্রয়োগের সাথে সংযুক্ত করার কৌশল নিয়ে আলোচনা করেন, যা মা এবং নবজাতকের জন্য একটি শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে।
সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্র থেকে দেখা যায়, গর্ভকালীন সেবা ও প্রাতিষ্ঠানিক প্রসব সেবার হার বাড়লেও সেবার গুণগত মানের দিক থেকে জাতীয় সূচকে রংপুর ও লালমনিরহাট জেলা এখনো অনেক পিছিয়ে। সেই সাথে রয়েছে প্রয়োজনের অতিরিক্ত সিজারিয়ান ডেলিভারী ও অদক্ষ ব্যক্তি দ্বারা ডেলিভারীর প্রবণতা, বাল্যবিবাহের প্রকোপ, মা ও নবজাতকের সেবা সম্পর্কে ব্যক্তি ও পরিবার পর্যায়ে অজ্ঞতাসহ কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবার নাজুক অবস্থা।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের হেলথ অ্যান্ড নিউট্রিশন ডিরেক্টর ড. গোলাম মোদাব্বির সেমিনারের সভাপতিত্ব করেন। তিনি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করতে সরকারি বিভাগ এবং উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বিদ্যমান ঘাটতিগুলো পূরণ এবং স্বাস্থ্যসেবার টেকসই মান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সেমিনারের শুরুতে ‘জননী’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. উজ্জ্বল কুমার রায় প্রকল্প ও দুই দিনব্যাপী সেমিনারের উদ্দেশ্য এবং কার্যক্রম সম্পর্কে প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে উপস্থিত ছিলেন পরিচালক-স্থানীয় সরকার বিভাগ, রংপুর এবং পরিচালক-পরিবার পরিকল্পনা বিভাগ, রংপুর এর কর্তাবৃন্দ।

 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ