ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

আপলোড সময় : ০৭-০৯-২০২৪ ০৫:১৯:৫৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৯-২০২৪ ০৫:১৯:৫৪ অপরাহ্ন
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ, ১২ জন দগ্ধ ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ৭ সেপ্টেম্বর ২০২৪: 
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের পাম্প রুমে বিস্ফোরণে  ১২ জন দগ্ধ হয়েছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে সীতাকুন্ডের সোনাইছড়ির তেঁতুলতলা এলাকায় এস এন কর্পোরশন নামে একটি প্রতিষ্ঠানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল উদ্দিন। কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে বলে জানান সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মামুন।

আহতরা হলেন- জাহাঙ্গীর (৪৮), আহমদ উল্লাহ (৩৮), কাসেম (৩৯), সাগর (২০), আল আমিন (২৩), কারিম (২১), হাবিব (৩৬), বরকত (২৩), আনোয়ার (৫০), রফিকুল (৩০), রফিক (৩০), সাইফুল (৩০)। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরের ৮০-৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

এস এন করপোরেশনের ম্যানেজার ওমর ফারুক বলেন, আমরা পরিবেশের নিয়ম মেনেই জাহাজের কাটিং করি। এই ঘটনা অনাকাঙ্ক্ষিত। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ