পুলিশের অনুরোধে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২১-১১-২০২৪ ০৪:৩৫:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৪ ০৪:৩৫:২৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
রাজধানীতে সকাল থেকে বিভিন্ন সড়ক অবরোধ করে চলা অটোরিকশা চালকদের আন্দোলন স্থগিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশের হস্তক্ষেপে তারা সড়ক থেকে ওঠে যান। এরপর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। তাদের সাথে দাবি নিয়ে খুব শিগগিরই ঊর্ধ্বতনরা বসবেন। এমন আশ্বাসে তারা সড়ক ছাড়েন।
এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নেয় অটোরিকশা চালকরা। তারা মিছিল ও বিক্ষোভ করতে থাকেন। তাদের কারণে মহাখালী, ডেমরা, রামপুরা, আগারগাঁও, বসিলা তিন রাস্তা ও মোহাম্মদপুর এলাকার সড়কগুলো ব্লক হয়ে যায়। সকাল থেকে লোকজনের ভোগান্তি ছিল চরমে। অবশেষে দুপুর সাড়ে ১২টার পর তারা নগরীর বিভিন্ন এলাকার সড়কগুলো ছাড়তে শুরু করেছে অটোরিকশা চালকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশা চালকরা সকাল সাড়ে নয়টায় প্রথমে ডেমরা, রামপুরা ও মহাখালী এলাকায় অবস্থান নেয়। তবে তারা আজ অটো নিয়ে নামেনি। সরাসরি তারা নাঠে নেমেছিল লাঠিসোটা নিয়ে। মহাখালী মোড়ে ফার্মগেট থেকে যাওয়া সকল যানবাহন আটকে দিয়ে তারা বিক্ষোভ করতে শুরু করে। এতে ভোগান্তিতে পড়ে শতশত যাত্রী ও জরুরি কাজে বের হওয়া লোকজন।
এছাড়াও নগরীর ডেমরা থানা এলাকার স্টাফ কোয়ার্টার সড়কেও তারা অবস্থান নেয়। পাশাপাশি নেমেছিল মোহাম্মদপুরের তিন রাস্তায়ও। তারা বসিলা যাওয়া পথে বাঁশ দিয়ে বেরিকেট তৈরি করে প্রতি যানবাহন আটকে দেয়।
সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে, এখন গাবতলী থেকে আসা যানের গতি বাড়ছে। অন্যদিকে আসাদগেট থেকে গাবতলী আসা গাড়িগুলোও স্বাভাবিক গতিতে গন্তব্যে রওনা হচ্ছে। আগারগাঁও সড়কটি সচল হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স