ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ঢাবিতে শেখ হাসিনার প্রতীকী কফিন মিছিল

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৮:২৮:৪২ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৮:২৮:৪২ অপরাহ্ন
​ঢাবিতে শেখ হাসিনার প্রতীকী কফিন মিছিল ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শেখ হাসিনা, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর প্রতীকী কফিন মিছিল করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী ছাত্রজনতা’ নামে একটি সংগঠন।

বুধবার (২০ নভেম্বর) মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনাতয়নের (টিএসসি) পায়রা চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হলপাড়া, কলাভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসিতে এসে শেষ হয়। 

এর আগে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেন আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার প্রধান সংগঠক বিন ইয়ামিন মোল্লা।

তিনি বলেন, ফ্যাসিবাদের হামলায় জুলাই-আগস্টে যারা প্রাণ হারিয়েছে, তারা আর কখনও ফিরবে না। তাহলে ফ্যাসিবাদ কেন আবার ফিরে আসবে। ফ্যাসিবাদী শক্তির প্রতি বড় বড় রাজনৈতিক দলগুলো দু’হাত বাড়িয়ে দিচ্ছে। তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করার স্বপ্ন দেখছে। তাদের এমন স্বপ্ন এই বাংলাদেশে আর কখনও বাস্তবায়ন হতে দেওয়া হবে না।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ