ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​ট্রেনের বিরতির দাবিতে স্টেশনে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৫:০৬:১১ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৫:০৬:১১ অপরাহ্ন
​ট্রেনের বিরতির দাবিতে স্টেশনে মানববন্ধন ​সংবাদচিত্র : সংগৃহীত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর রেলস্টেশনে ট্রেনের বিরতি পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় স্টেশন চত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘জয়পুরহাট জেলায় চারটি রেলস্টেশন চালু আছে। সেগুলোর মধ্যে জাফরপুর রেলস্টেশনে আন্তনগর ও মেইল ট্রেনের বিরতি ছিল। বর্তমানে স্টেশনটিতে ট্রেনের বিরতি বন্ধ থাকায় এলাকার শিক্ষার্থীসহ সব মানুষ ভোগান্তিতে পড়েছেন।’তারা দ্রুত পুনরায় স্টেশনটিতে ট্রেনের বিরতি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে তারা জানান, দাবি না মানা হলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। 

এ সময় উপস্থিত ছিলেন– বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) পরিচালক ও বিএনপি নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, স্থানীয় সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম, সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদ আবুল, বিএনপি নেতা রায়হান হোসেনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ