ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৪:৫৮:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৭:৫৪:৩১ অপরাহ্ন
​ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ​সংবাদচিত্র : সংগৃহীত
রাজধানীর নিউ মার্কেট এলাকার পাশাপাশি দুই শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর ৩টার পর সংঘর্ষ শুরু হয়। এতে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এই ঘটনায় মিরপুর রোডের বাসগুলো পান্থপথের দিক দিয়ে ঘুরে যাচ্ছে। এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। হঠাৎ সংঘর্ষ শুরু হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

খোঁজ নিয়ে নিয়ে জানা যায়, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করে। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। 

ধানমন্ডি জোনের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজিব বলেন, বেলা তিনটার পর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাংচুর করেছে শুনেছি। বর্তমান ৩২ থেকে সাইন্সল্যাবের দিকের সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে আমরা রাসেল হয়ে পান্থপথের রাস্তাটি ব্যবহারের জন্য খুলে দিয়েছি।

এ ঘটনায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, তবে এখনও উত্তেজনা চলমান। 

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে এই কলেজের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এই পরিপ্রেক্ষিতে রাতেই বন্ধ হয়ে যায় কলেজ। টানা ২০ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৯ নভেম্বর) সিটি কলেজ খুলেছিল। একাদশ শ্রেণির ক্লাসের মাধ্যমে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। বুধবার দ্বাদশ এবং বৃহস্পতিবার স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাসও শুরু হওয়ার কথা ছিল। তবে খোলার একদিনের মাথায় সংঘর্ষে জড়িয়ে পড়লো কলেজের শিক্ষার্থীরা।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ