ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​খাসিয়াদের অন্যরকম ‘বর্ষবরণ’ শনিবার

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৪:০৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৪:০৯:১৮ অপরাহ্ন
​খাসিয়াদের অন্যরকম ‘বর্ষবরণ’ শনিবার ​ফাইল ফটো
অবশেষে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানটি হচ্ছে। আগামী শনিবার (২৩ নভেম্বর) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে অনুষ্ঠিত হবে এ অনুষ্ঠান। 

অর্থনৈতিক সংকটের কারণে এ বছর অনুষ্ঠানটি বাতিল হওয়ার কথা থাকলেও প্রশাসনের সহযোগীতা ও আশ্বাসের প্রেক্ষিতে এবং খাসি নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে শেষ পর্যন্ত উৎসবটি আয়োজন সম্ভব হচ্ছে। এখন চলছে শেষ সময়ের প্রয়োজনীয় প্রস্তুতি। বিষয়টি নিশ্চিত করেছেন খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং। 

খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পতমী জানান, খাসিদের আয়ের উৎস পান ব্যবসায় এবার চরম মন্দা চলছে। খাসিরা পানের ন্যায্য দাম পাচ্ছেন না। এ জন্য চরম অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। টাকা জোগাড় করতে না পারার কারণে এ বছর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল। তবে সরকার ও খাসি নেতৃবৃন্দের উদ্যোগে অনুষ্ঠানটি হচ্ছে।

খাসি সোশ্যাল কাউন্সিলের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং বলেন, “মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নাচে-গানে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। উৎসবের দিন মাছ শিকার, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে নিজেদের সামাজিক সম্পর্ক সুদৃঢ় করেন। অনুষ্ঠানস্থলে মেলা বসে। বিভিন্ন স্টলে খাসিয়ারা পোশাক, পান, তীর, ধনুক, বাঁশ-বেতের জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন।” 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন বলেন, “খাসিদের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠানটি সফল করার জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হবে। তাদের আর্থিক সংকটের কারণে অনুষ্ঠানটি না হওয়ার কথা থাকলেও অবশেষে হচ্ছে।”

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ