ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​রাজাপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৪ ০৩:৫৬:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ০৩:৫৬:৪৪ অপরাহ্ন
​রাজাপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজ হোসেন মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে৷ বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এ ঘটনা ঘটে ৷ নিহত মাহফুজ শুক্তাগড় এলাকার লেকায়েত হোসেন মোল্লার ছেলে ৷ 

স্থানীয়রা জানান, সকালে মোল্লার হাট বাজার এলাকার আউয়াল মোল্লার ছেলে লাবু মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হন মাহফুজ৷ এ সময় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন৷ 

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে ৷
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/ এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ