ঢাকা , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ , ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণে বিএনপির ৫ সদস্যের টিম

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২০-১১-২০২৪ ০২:২৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ০২:২৫:০৪ অপরাহ্ন
​দলীয় সিদ্ধান্তের অগ্রগতি পর্যবেক্ষণে বিএনপির ৫ সদস্যের টিম
ঢাকাসহ সারাদেশে অতি উৎসাহী নেতাদের ছবি সম্বলিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন প্রদর্শন থেকে বিরত থাকার দলীয় নির্দেশ ঠিকমত মানা হচ্ছে কিনা, তা পর্যবেক্ষণে ৫ সদস্যের টিম গঠন করেছে বিএনপি। 

দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিবকে এই টিমের প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন, যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাদরেজ জামান ও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক  আবুল বাসার সিদ্দিকী।

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে গত সোমবার (১৮ নভেম্বর) হাবিবুর রশিদ হাবিবকে এই পর্যবেক্ষণ টিম গঠনের কথা জানানো হয়।

চিঠিতে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে বিএনপি'র কেন্দ্রীয় দফতর থেকে এক নোটিশের ২ নং ক্রমিকে বলা হয়েছে, "ইতোমধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে, ঢাকাসহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে রং-বেরংয়ের পোষ্টার, ব্যানার, ফেষ্টুন প্রদর্শণ করতে। এটি অত্যন্ত দৃষ্টিকটু, অনভিপ্রেত এবং দলের শৃঙ্খলা পরিপন্থী। দলের অতি উৎসাহী কতিপয় নেতৃবৃন্দ নিজেদের ছবি সম্বলিত পোষ্টার প্রকাশ করছেন এবং ফেষ্টুন ও ব্যানার ঝুলিয়ে রাখছেন। এহেন পোষ্টার, ব্যানার, ফেষ্টুন প্রদর্শণ করা থেকে নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে।"

উল্লিখিত নির্দেশনাটি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য আপনার নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। 

পর্যবেক্ষণ শেষে এই টিমকে প্রকৃত বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিবকে অবহিত করার অনুরোধ জানানো হয় চিঠিতে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ