ঢাকা , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ট্রাম্পের সামনে রকেট উৎক্ষেপণ ইলন মাস্কের

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ২০-১১-২০২৪ ০১:২৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ০১:২৭:১৮ অপরাহ্ন
​ট্রাম্পের সামনে রকেট উৎক্ষেপণ ইলন মাস্কের ​সংবাদচিত্র : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে মহাকাশ সংস্থা স্পেস এক্স। মার্কিন ধনকুবের ইলন মাস্কের এ মহাকাশ সংস্থাটির টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) এ রকেট উৎক্ষেপণ করা হয়।

এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে, স্পেস এক্সের এটি ষষ্ঠ স্টারশিপ রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ। ট্রাম্প নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ উৎক্ষেপণ দেখেন। স্পেস এক্স দাবি করেছে, তাদের পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণ সফল হয়েছে।

এই স্টারশিপ মহাকাশে যাওয়ার পর আবার পৃথিবীতে ফিরে আসবে। এ সময় এটিকে আবার যথাযথভাবে লঞ্চপ্যাডে ফিরিয়ে আনার কথা ছিল। এর আগে পঞ্চম দফার পরীক্ষার সময় প্রথমবার এ সাফল্য পেয়েছিল স্পেস এক্স। তবে পরে কারিগরি কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেস এক্স।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্পেস এক্স পরে স্টারশিপ বুস্টারটি ধরার পরিকল্পনা বাদ দেয়। এটি সমুদ্রে পড়তে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেটি মেক্সিকো উপসাগরে পড়েছে। মহাকাশে প্রায় এক ঘণ্টা থাকার পর স্টারশিপ পৃথিবীতে ফিরে আসবে। এটি ভারত মহাসাগরে পড়বে।

রকেট উৎক্ষেপণের সময় ট্রাম্পের উপস্থিতি তাদের দুজনের (ট্রাম্প ও মাস্ক) মধ্যের ঘনিষ্ঠতার জানান দেয়। ইলন মাস্ক এবারের মার্কিন নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন এবং তার নির্বাচনী প্রচারণায় ১৩০ মিলিয়নেরও বেশি ডলার খরচ করেন। 

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ