সচিবালয়ে প্রথমবারের মতো বৈঠকে প্রধান উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
২০-১১-২০২৪ ০১:০৫:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
২০-১১-২০২৪ ০৩:৩৬:১৫ অপরাহ্ন
ফাইল ফটো
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের বৈঠক হচ্ছে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসেরও এটি সচিবালয়ে প্রথম বৈঠক।
বুধবার (২০ নভেম্বর) সকালে সচিবালয়ের ছয় নম্বর ভবনের ১৩ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ড. ইউনূস।
এর আগে বেলা ১১টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস সচিবালয়ে প্রবেশ করেন। প্রধান সচিবালয়ে তাঁকে অভ্যর্থনা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এর আগে এই সরকারের এই ধরনের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছিল।
প্রধান উপদেষ্টার প্রথমবার সচিবালয়ে আগমনের কারণে সচিবালয়ের অন্যান্য ভবন এবং ভেতরের রাস্তা পরিষ্কার করা হয়েছে। এছাড়াও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স