ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​নেতাকর্মীদের যে অনুরোধ করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০৮:০৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ২০-১১-২০২৪ ১২:৫৫:৩৭ অপরাহ্ন
​নেতাকর্মীদের যে অনুরোধ করলেন তারেক রহমান ​সংবাদচিত্র : সংগৃহীত
নিজের নামের আগে ‘দেশনায়ক’ ও ‘রাষ্ট্রনায়ক’ উপাধি না দিতে অনুরোধ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের কাছে তিনি এই অনুরোধ জানান। তারেক রহমান বলেন, ‘আমার নামের আগে দেশনায়ক ও রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করবেন না।’

তারেক রহমান বলেন, মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা না হলে কোনও সংস্কারই কাজে আসবে না। আওয়ামী লীগের আমলে জবাবদিহিতা ছিল না বলেই গুম, খুন, অর্থপাচার, লুটপাট ও নিশি রাতের নির্বাচন হয়েছে। সবকিছুকে ঠিক করতে হলে সুষ্ঠু ভোটের বিকল্প নেই।

দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেছেন, দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে।

বিএনপির ৩১ দফার বাইরে ভালো কোনো সংস্কার প্রস্তাব এলে তা গ্রহণ করা হবে, এমনটা জানিয়ে তারেক রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে তা নিয়ে কাজ করা হবে। উঠান বৈঠক সংস্কৃতি ফিরয়ে এনে ৩১ দফা সংস্কার প্রস্তাব সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। এর ফলে দেশের সংস্কার করা সম্ভব।’

বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে

ভিডিও : নেতাকর্মীদের তারেক রহমানের অনুরোধ


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ